Logo
Logo
×

জাতীয়

সন্ত্রাসী হামলায় পরিবহণ মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম

সন্ত্রাসী হামলায় পরিবহণ মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির এক পক্ষের ডাকা সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দিয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলে এই হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে।

সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহণ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সৌরভ হোসেন বলেন, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের প্রেরিত শতাধিক লোক হঠাৎ জাতীয় প্রেস ক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। এ সময় তারা কয়েকজনকে আহত করে।

তিনি বলেন, আওয়ামী লীগের এনায়েত উল্লার পরিবর্তে সাইফুল ইসলামের লোকজন সারা দেশে সড়ক পরিবহণে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়।  এতে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। জাতীয় প্রেস ক্লাবের মত মর্যাদাপূর্ণ স্থানে এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম