Logo
Logo
×

জাতীয়

রাজস্ব খাত সংস্কারে ৫ সদস্যের পরামর্শক কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০২:১০ এএম

রাজস্ব খাত সংস্কারে ৫ সদস্যের পরামর্শক কমিটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারে সাবেক দুই চেয়ারম্যানসহ ৫ সদস্যের পরামর্শক কমিটি করেছে অন্তর্বর্তী সরকার। এ কমিটি রাজস্ব খাতের সংস্কার প্রস্তাবের পাশাপাশি ৬টি বিষয়ে পরামর্শ দেবে। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। 

পরামর্শক কমিটির সদস্যরা হলেন- এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ও ড. নাসির উদ্দিন আহমেদ, সাবেক সদস্য (কর) দেলোয়ার হোসেন, সাবেক সদস্য (শুল্ক) ফরিদ উদ্দিন এবং সাবেক সদস্য (কর) আমিনুর রহমান।  

এ কমিটি রাজস্ব প্রশাসন সংস্কার বিষয়ে পরামর্শ দেবে। পাশাপাশি রাজস্ব নীতি সংস্কার বিষয়ে পরামর্শ দেবে। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতার মূল্যায়ন ও আধুনিকায়নের সুপারিশ করবে। শুদ্ধাচার ও সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো ও নীতিমালা প্রণয়ন বিষয়ে পরামর্শ দেবে। নাগরিক যোগাযোগ এবং অংশীজন সম্পৃক্ততার কার্যক্রম বিষয়ে পরামর্শ দেবে। তাছাড়া রাজস্ব সংস্কার সংশ্লিষ্ট অন্য যে কোনো নীতিগত পরামর্শ দিতে পারবে কমিটি। এনবিআরের বোর্ড প্রশাসনের সদস্য কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম