ইআরডির সেমিনারে বক্তারা
এসডিজি অর্জনের ক্ষেত্রে ভূমিকা রাখবে ‘থ্রি জিরো’ দর্শন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এর ‘থ্রি জিরো’ উন্নয়ন দর্শন টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এসডিজি ১৭ এর সফল বাস্তবায়ন টেকসই উন্নয়ন অভীষ্ট বা এসডিজির অন্তর্ভুক্ত অন্য সব লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের ক্ষেত্রে সক্রিয় ও অপরিহার্য ভূমিকা পালন করতে পারে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এন ই সি ২ সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তরা এসব কথা বলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বাস্তবায়নাধীন সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) এর সহযোগিতায় সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব মু. রিয়াজ হামিদুল্লাহ এবং বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর টুওমো পাওটিয়াইনেন। সেমিনারে সভাপতিত্ব করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে লামিয়া মোরশেদ বলেন, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রণীত ‘থ্রি জিরো’ ভিত্তিক দারিদ্রমুক্ত, বেকারত্বমুক্ত ও কার্বন নিঃসরণমুক্ত উন্নয়ন দর্শন টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।