সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধ নিয়ে যা জানালেন পরিবেশ উপদেষ্টা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম
![সেন্টমার্টিনে রাত্রিযাপন বন্ধ নিয়ে যা জানালেন পরিবেশ উপদেষ্টা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/07/Untitled-1-6703dc5467974.jpg)
সেন্টমার্টিন দ্বীপ। ছবি: সংগৃহীত
সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন বন্ধ ও পর্যটক নির্দিষ্ট করা হবে কিনা-তা সব নীতিনির্ধারকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
নভেম্বরে পর্যটন মৌসুম শুরুর আগেই এক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান তিনি।
সোমবার (৭ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সৈয়দা রিজওয়ানা হাসান একথা বলেন।
তিনি বলেন, সেন্টমার্টিনে বিপন্ন প্রাণী আছে। ১৯৯৯ সালে এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। ৯ সেপ্টেম্বর ২০১৮ সালে সালেই সিদ্ধান্ত ছিল পর্যটকরা রাতে থাকতে পারবেন না। ২০২০ সালে সিদ্ধান্ত হয় রেজিস্ট্রেশন করতে হবে। সেসময় প্রতিদিন ১২৫০ পর্যটক নিদিষ্ট করা হয়েছিল। পরে ২০২৩ সালে প্রতিদিন ৮৮২ পর্যটক নিদিষ্ট করার সিদ্ধান্ত হয়।
পরিবেশ উপদেষ্টা আরও জানান, ২০২৩ সালে পর্যটন নির্দেশিকা বলা হয়েছিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক দ্বীপে ব্যবহার না করার। এসব বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।