Logo
Logo
×

জাতীয়

‘আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৬:২২ পিএম

‘আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে’

ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার নিজ কার্যালয়ে মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হচ্ছে, মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স এবং হাইকোর্টে আসামিদের দায়েরকৃত আপিলের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।

ওই মামলায় এখন পর্যন্ত ১৯টি আপিল দায়ের হয়েছে। দ্রুত আপিল শুনানির প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত পেপার বুক প্রস্তুত করে হাইকোর্টে শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. আসাদুজ্জামান সংবাদিকদের বলেন, অবকাশকালীন ছুটি শেষেই মামলাটির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেওয়া হবে।

বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ শেরেবাংলা হলের সিঁড়ি থেকে ২০১৯ সালের ৭ই অক্টোবর উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ পরদিন চকবাজার থানায় মামলা করেন। মামলার বিচার শেষে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম