Logo
Logo
×

জাতীয়

প্রমোশন পেয়েই অবসরে এসবি প্রধান শাহআলম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পিএম

প্রমোশন পেয়েই অবসরে এসবি প্রধান শাহআলম

চাকরি থেকে সম্মানজনকভাবে বিদায় নিয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মো. শাহ আলম। বুধবার তাকে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হিসাবে পদোন্নতি দেওয়া হয়। জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একটি তার প্রমোশনের, অপরটি চাকরি থেকে অবসরের। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) মো. শাহ আলম ২ অক্টোবর ৫৯ বছর পূর্ণ করেন। সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। 

এর আগে ১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে ৬ জনকে অতিরিক্ত আইজিপি করা হয় ওই তালিকায় শাহ আলমের নাম ছিল ৫ নম্বরে। বিগত সরকারের আমলে পদ-পদোন্নতি বঞ্চিত ছিলেন বিসিএস ১২ ব্যাচের এই কর্মকর্তা। বৃহস্পতিবার থেকে তিনি পিআরএল ভোগ করবেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম