Logo
Logo
×

জাতীয়

চাকরি ১০ম গ্রেডে উন্নীত করার দাবি

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ০২:৫২ এএম

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

কর্মবিরতি

চাকরি ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

শেরপুরে কর্মসূচিতে বক্তব্য দেন সার্ভে প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের কানুনগো মো. আব্দুল মুন্নাফ, জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার আলী হোসেন, শেরপুর সড়ক ও জনপথ বিভাগের সার্ভে প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার অফিস (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার রনি ভৌমিক।

গাইবান্ধায় কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের জেলা আহ্বায়ক মো. শরীফুল ইসলাম, সদস্য সচিব মো. মিরাজ হোসেন, সার্ভেয়ার মো. কামরুজ্জামান, মো. জহুরুল ইসলাম, ফয়সাল আহমেদ, মো. রিমন মিয়া মো. আনোয়ার কবীর, মিশুক চাকমা।

জয়পুরহাটে কর্মসূচিতে নেতৃত্ব দেন-কালাই উপজেলা ভ‚মি অফিসের সার্ভেয়ার মিজানুর রহমান। বক্তব্য দেন জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার রুহুল আমিন ইকবাল, জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মনিরুজ্জামান, জেলা সড়ক ও জনপথ উপ-বিভাগের সার্ভেয়ার শাকিল হক ও জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসের সার্ভেয়ার জিয়াউর রহমান।

ফরিদপুরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার মো. জাবির হোসেন, মো. রাইসুল ইসলাম, আঁখি মনি, হারুনার রশিদ, জেলা পরিষদের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম, এলজিইডির সার্ভেয়ার মো. ইব্রাহিম, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার টি আলম, সড়ক বিভাগের সার্ভেয়ার শিপন আলী প্রমুখ। 

নড়াইলে কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো. জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান, জেলা পরিষদের আবু হানিফ, সদর উপজেলা ভূমি অফিসের মো. মোয়াজ্জেম হোসেন, কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের বাবুল আক্তার, সড়ক ও জনপথের মামুনুর রশিদ এবং পানি উন্নয়ন বোর্ডের আশরাফুল ইসলাম, লোহাগড়া সেটেলমেন্টের ইশহাক, কালিয়া  সেটেলমেন্টের ফয়সাল ও ইয়াসিন, লোহাগড়া এলজিইডির তানজিল।

পিরোজপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। বক্তব্য দেন মো. নেওয়ার হোসেন রাজা, মো. সাইফুল ইসলাম, মো. মিজানুর রহমান বাদল, মো. সাইদুর রহমান, মো. ইব্রাহীম হোসেন। 

হবিগঞ্জে সার্ভেয়ার মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন মোহাম্মদ মানিক মিয়া, মো. হাবিবুর রহমান, শহীদুল ইসলাম, মো. মনিরুজ্জামান প্রমুখ।

বরগুনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার মো. আজিজুল হক জীবন, আমতলী ভূমি অফিসের সার্ভেয়ার আহসানুল হক রুবেল, এসএ শাখার সার্ভেয়ার মো. আলী হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম