বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি বিনিয়োগকারীদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ পিএম
সম্প্রতি জেড ক্যাটাগরিতে পাঠানো পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি কোম্পানির পরিচালকদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন এবং অযোগ্যতার দায়ভার নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগও দাবি করেন।
শনিবার রাজধানীর পল্টনে সিএমজেএফ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদের ব্যানারে এ দাবি জানানো হয়। লিখিত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি আতাউল্লাহ নাঈম। এ সময়ে সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
আতাউল্লাহ নাঈম বলেন, পুঁজিবাজার সংক্রান্ত সব প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের সুবিধাভোগীরা ছাত্র-জনতার সরকারকে বেকাদায় ফেলতে চায়। বক্তারা বলেন, পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টি করে স্বার্থ হাসিলে বিগত বিএসইসির জেড ক্যাটাগরি সংক্রান্ত উদ্যোগ বর্তমান সময়ে বাস্তবায়নে কারও অসৎ উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখতে হবে। এক্ষেত্রে অসৎ সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।