Logo
Logo
×

জাতীয়

পাঠ্যপুস্তক সংশোধন সমন্বয় কমিটি বাতিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পিএম

পাঠ্যপুস্তক সংশোধন সমন্বয় কমিটি বাতিল

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত কমিটি বাতিল করেছে সরকার। শনিবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব ইয়ানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ১৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হলো।

পাঠ্যপুস্তক কমিটি গঠনের পর কয়েকজন সদস্যকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে কেউ কেউ এই কমিটির বিরোধিতাও করেন। অবশেষে সরকার এই কমিটিকেই বাতিল করে দিলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম