মহানবীকে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পিএম
![মহানবীকে কটূক্তিকারীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/27/pic-66f6d88ea4780.jpg)
ছবি: সংগৃহীত
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলায় শুক্রবার ধর্মপ্রাণ মুসলমানরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে বক্তারা বলেন, জাতিসংঘে পৃথক আইন পাশ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে এ ঘটনার যথাযথ জবাব চাইতে হবে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে মুসলমানদের কোনো আপস নেই। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় কটূক্তিকারীর ফাঁসির দাবি জানান তারা। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুরে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বক্তব্য দেন মাওলানা মনসুরুল, আব্দুল কাইয়ুুম, মাওলানা আবুল হোসাইন, মুফতি কামরুজ্জামান, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা কবির আহমেদ প্রমুখ।
দিনাজপুরে ‘তৌহিদি জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বক্তব্য দেন দিনাজপুর ইমাম সমিতির সভাপতি মতিউর রহমান, তৌহিদি জনতার পক্ষে একরামুল হক আবির প্রমুখ।
নাটোরে সমাবেশে বক্তব্য দেন নাটোর কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাসুদুর রহমান, মাওলানা কাওসার শাফি, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি ইসাহাক আলী, মাওলানা হাফিজুর রহমান রহমান। বাগাতিপাড়ায় বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন পেড়াবাড়িয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মুজাহিদ। বক্তব্য দেন উপজেলা ইমাম সমিতির সভাপতি একেএম আফজাল হোসেন, লক্ষণহাটী মসজিদের পেশ ইমাম মওলানা গোলাম সারওয়ার, মোনাজাত পরিচালনা করেন তমালতলা মসজিদের পেশ ইমাম মওলানা আহাদ আলী।
সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এনায়েতপুরে সমাবেশে বক্তব্য দেন ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, মন্ডলপাড়া মসজিদের ইমাম হাফেজ আইয়ুব আলী। বেলকুচিতে রাসেল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন মাও. আব্দুল হাসেম, ছাত্র সমন্বয়ক মুছা হাসেমি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাবেশে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রুহুল আমিন, কেন্দ্রীয় মসজিদের ইমাম আশরাফ উদ্দিন, বঙ্গবন্ধু হল মসজিদের ইমাম মনিরুজ্জামান বক্তব্য দেন।
কুমারখালীতে বিক্ষোভ পরবর্তী প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উলামা পরিষদ উপজেলা শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন মাজহারি। বক্তব্য দেন হেফাজতে ইসলাম কুমারখালী শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু রায়হান মাহমুদি, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল হালিম, মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ, মুফতি সাইফুল্লা খালিদ। কালাইয়ে ‘আন-নাজাত ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নার পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম। বক্তব্য দেন কালাই আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা, কালাই বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, শিরট্টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহজাহান আলী।
বড়লেখায় ফয়ছল আলম স্বপনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান ও মুফতি জিয়াউল হক। গোপালগঞ্জে সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল্লাহ। বক্তব্য দেন হেফাজতে ইসলাম জেলা শাখার সম্পাদক মুফতি ইমরান হুসাইন, যুগ্ম সম্পাদক মাওলানা ওমর ফারুক, শিক্ষক ওলিয়ার রহমান।
পিরোজপুরে কেন্দ্রীয় মসজিদ মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সম্পাদক মো. জাকির হোসেন। ভূঞাপুরে মুফতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন মুফতি মাহফুজুর রহমান, হাফেজ শহীদুল ইসলাম আন্দেপুরী, হাফেজ সিরাজুল ইসলাম, মুফতি নাজিম সিদ্দিকী।
সিলেটের গোলাপগঞ্জে বিক্ষোভ পরবর্তী সভায় সভাপতিত্ব করেন হাফেজ আব্দুল গফফার। বক্তব্য দেন মাওলানা ইকবাল হোসাইন, মাওলনা ওয়ারিছ উদ্দিন ও জিন্নুর আহমদ চৌধুরী। মানিকগঞ্জে খেলাফত পৌর শাখা সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আনাসের পরিচালনায় সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশ হয়েছে। বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, মাওলানা নূরুল ইসলাম ফরায়েজি, সাবেক জেলা সেক্রেটারি মুফতি ইলিয়াস আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা শাখার সভাপতি দেওয়ান তানজিল আহমেদ।
বরিশালে সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি তানভির আহমেদ শোভন। বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরের ছাত্র-যুব বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম, মহানগর সহসভাপতি গাজী মো. রেদওয়ান, সম্পাদক সিরাজুল ইসলাম।
ভৈরবে আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা শাখার সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সভাপতি মজিবুর রহমান। শফিকুল ইসলাম সাজু ও শাহরিয়ার কাদরির পরিচালনায় উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী উদ্যাপন কমিটির সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ।
কুমিল্লায় ইসলামী ছাত্র আন্দোলন নগর সহসভাপতি মামুন বিন নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াজি। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার সেক্রেটারি এনামুল হক মজুমদার, সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ। মুলাদীতে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুন নূর। বক্তব্য দেন উপজেলা জাতীয় ইমাম সমিতির সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, চরডিক্রী ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা জাফরী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মো. হাফিজ আহমেদ।
কচুয়ায় মুফতি শাহজালাল ইব্রাহীমির পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মুফতি মাহবুবুর রহমান, সাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী, মুফতি শাহজালাল ইব্রাহিম। লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসলিরা। কসবায় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পুরকুইল দরবার শরিফের পির মাওলানা ডক্টর ছদর উদ্দিন।
সিলেটে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জেলা ও মহানগর শাখা। রাজশাহীতে সমাবেশে মুহাম্মদীয়া যুব সুন্নীর সভাপতি মো. নুরুজ্জামান, প্রেসিডিয়াম সদস্য আবদুস সোবহান, মাহমুদুর রহমান ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আবদুর রহিম বক্তব্য দেন। সালথায় সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আকরাম আলী, সালথা মডেল মসজিদের খতিব মুফতি রবিউল ইসলাম, উপজেলা মসজিদের খতিব মুফতি মুফিজুর রহমান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন।