Logo
Logo
×

জাতীয়

অনিয়মের অভিযোগ

ঢাকাসহ তিন জেলার নির্বাচন কর্মকর্তাকে ওএসডি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৩ পিএম

ঢাকাসহ তিন জেলার নির্বাচন কর্মকর্তাকে ওএসডি

ঢাকাসহ তিন জেলার নির্বাচন কর্মকর্তাকে ওএসডি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। তাদের বিরুদ্ধে নির্বাচনে টাকা নেওয়া, জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানে হয়রানি ও আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। 

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিন কর্মকর্তাকে ইসি সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে। 

ওই তিন কর্মকর্তা হলেন- ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহা: জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান ও নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম। 

জানা গেছে, মোহা. জাহাঙ্গীর হোসেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের এক নেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া জাতীয় পরিচয়পত্র সেবা প্রদানে নাগরিকদের হয়রানি করার অভিযোগও রয়েছে। 

অপরদিকে মোহাম্মদ জিল্লুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ছিলেন। পুলিশের হাতে গ্রেফতার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তদবিরে তাকে সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা পদে বদলি করা হয়। ওই তদবিরের কারণে গত কমিশন জেলা নির্বাচন কর্মকর্তা পদমর্যাদার এ কর্মকর্তাকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার পদে পদায়ন করে। আর নরসিংদীর মোহাম্মদ রবিউল আলমের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সেবায় হয়রানির অভিযোগ রয়েছে। 

তিন জেলা নির্বাচন কর্মকর্তাকে ওএসডি করার বিষয়ে যোগাযোগ করে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের বক্তব্য পাওয়া যায়নি। আর ওএসডি হওয়া তিন নির্বাচন কর্মকর্তা তাদের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম