Logo
Logo
×

জাতীয়

গুম কমিশনে অভিযোগ দেওয়ার মেয়াদ বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

গুম কমিশনে অভিযোগ দেওয়ার মেয়াদ বাড়ল

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সোমবার গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি স্বশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বা ডাকযোগে বা কার্যালয়ের ইমেইলে সর্বশেষ আগামী ১০ অক্টোবর সময়ের মধ্যে প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দায়ের করতে পারবে।

বর্ণিত সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের ক্ষেত্রে হটলাইন নম্বরের মাধ্যমে অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

হটলাইন নম্বরঃ ০১৭০১৬৬২১২০, ০২-৫৮৮১২১২১

ই-মেইলঃ edcommission.bd@gmail.com

এর আগে গত ২৭ আগস্ট আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত এই তদন্ত কমিশনের দায়িত্বে পরিবর্তন আনা হয়। একই সঙ্গে প্রতিবেদন জমা দেওয়ার সময়ও বাড়ানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম