Logo
Logo
×

জাতীয়

পার্বত্য চট্টগ্রামে হামলা প্রাণহানির সুষ্ঠু বিচারের দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ এএম

পার্বত্য চট্টগ্রামে হামলা প্রাণহানির সুষ্ঠু বিচারের দাবি

পার্বত্য চট্টগ্রামে হামলা ও প্রাণহানির ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র-জনতা’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বক্তারা এ দাবি জানান।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেন ফরায়েজী সাকিব, সাধারণ সম্পাদক মো. হাবিব আজম, পরিষদ নেতা আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, পাহাড়ে ঘটা ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। এ সময় পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতারসহ পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা।

এদিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র-জনতা। এ সময় তারা ‘উপজাতি কোটা বাতিল করো,’ ‘উপজাতিদের আদিবাসী প্রচারণাকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা দিতে হবে’, ইত্যাদি স্লোগান দেন।

এই সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের এখনই দমন করতে হবে। নাহলে সাজেক, রাঙামাটি, বান্দরবান যেতে ভিসা পাসপোর্ট লাগবে। তারা পাহাড় দখল করতে চায়, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, পাহাড়কে তারা জুম্মল্যান্ড বানাতে চায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম