দুর্নীতি প্রতিরোধে দুই মন্ত্রণালয়ে অভিযোগ বক্স
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
দুর্নীতি কমাতে এবার পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ বক্স বসানো হয়েছে। দুই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের নিদেশে মঙ্গলবার এ বক্স স্থাপন করা হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন, অনেকেই আসেন উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করতে। এখন থেকে যাদের কোনো অভিযোগ থাকবে তারা এই বক্সে লিখিতভাবে দিয়ে যাবেন। এতে স্যারের কাজের সময় নষ্ট হবে না। তারাও নির্বিঘ্নে অভিযোগপত্র জমা দিতে পারবেন।
এক প্রশ্নের জবাবে তারা জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ে স্থাপিত বক্সটি সপ্তাহে একদিন খোলা হবে। আর শিক্ষা মন্ত্রণালয়েরটি দুদিন পরপর খোলা হবে।