Logo
Logo
×

জাতীয়

পোশাকশ্রমিক হত্যায় হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

পোশাকশ্রমিক হত্যায় হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে মামলা

পোশাকশ্রমিক হত্যায় হাসিনা-রেহানাসহ ৭১ জনের নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর কাফরুলে মো. ফজলু নামে এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ ৭১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মৃত পোশাকশ্রমিকের স্ত্রী সুরাইয়া এ মামলা করেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

এই মামলায় আরও উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান, কামরুজ্জামান প্রমুখ। 

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন ফজলু। ৫ আগস্ট সকাল ১০টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থানকালে গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

অভিযোগে আরও বলা হয়েছে, মামলার আরজিতে বর্ণিত আসামিদের পরিকল্পনা ও নির্দেশনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম