সাভারের ৮ ইউনিয়নে ইউএনওকে প্রশাসক নিয়োগ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদক, (ঢাকা উত্তর)
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
![সাভারের ৮ ইউনিয়নে ইউএনওকে প্রশাসক নিয়োগ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/09/21/DC-Dhaka-66eeac3b2bba9.jpg)
ঢাকা জেলার সাভার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া বাকি ৪টি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার ঢাকার জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ এক আদেশে এ বিষয়টি জানিয়েছেন।