Logo
Logo
×

জাতীয়

কক্সবাজার হাইওয়েতে ৫ হাজার পিস ইয়াবা জব্দ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পিএম

কক্সবাজার হাইওয়েতে ৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের হাইওয়েতে ৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারে পাঁচ হাজার পিস ইয়াবাসহ সিএনজি আটক করেছে পুলিশ। কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে চেকপোস্টে এগুলো জব্দ করে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন নয়াপাড়া নামক স্থানে ফোর্সসহ চেকপোস্টে সিএনজিকে থামার সংকেত দিলে উক্ত সিএনজি সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যায়। এতে সন্দেহ হওয়ায় সিএনজি এর পিছু ধাওয়া করি। এক পর্যায়ে টেকনাফ থানাধীন মিনাবাজার মুড়াপাড়া নামক স্থানে সড়কের ওপর সিএনজি রেখে চালক পালিয়ে যায়। 

পরবর্তীতে সিএনজি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কায়দায় একটি কালো রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি নীল রংয়ের বায়ুরোধক প্যাকেট, প্রতি প্যাকেটে ২০০ পিস করে মোট পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সিএনজিতে থাকা ইয়াবার অনুমান মূল্য তিন লাখ টাকা। পলাতক সিএনজি চালকের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম