Logo
Logo
×

জাতীয়

শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন-পুলিশে ৩ কর্মকর্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন-পুলিশে ৩ কর্মকর্তা

শিক্ষা মন্ত্রণালয় লোগো

শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন-পুলিশে যোগ দিলেন ৩ কর্মকর্তা। এই তিন কর্মকর্তার চাকরি ছাড়ার বিষয়টি গত ১৮ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের প্রভাষক কাজী রিজওয়ানুল হক চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগদান করেছেন। 

নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের প্রভাষক সালাউদ্দিন শাকিল সহকারী পুলিশ সুপার পদে যোগদানের জন্য শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়েছেন। 

একইভাবে রাণী ভবানী সরকারি মহিলা কলেজের প্রভাষক রূপ চাঁদ শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে যোগ দিয়েছেন। তারা সবাই ৪১তম বিসিএসে নিয়োগ পেয়েছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম