Logo
Logo
×

জাতীয়

খালেদার নিরাপত্তা প্রধানকে গুম, হাসিনার উপদেষ্টার বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

খালেদার নিরাপত্তা প্রধানকে গুম, হাসিনার উপদেষ্টার বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে গুম করে রাখা ও হত্যার পরিকল্পনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে তৌহিদুল ইসলাম চৌধুরী নিজেই এ মামলা দায়ের করেন। মামলায় তারেক সিদ্দিকসহ ১০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

অভিযোগটি নিউমার্কেট থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগে বলা হয়েছে, মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে ২০১৮ সালের ২৭শে ডিসেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়।

দুই দিন গুম করে রাখার পর ২৯শে ডিসেম্বর তাকে দুটি ‘ভুয়া মামলা’ দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলেও সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম