Logo
Logo
×

জাতীয়

পুলিশ কর্মকর্তা কাফি ফের দুই দিনের রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ পিএম

পুলিশ কর্মকর্তা কাফি ফের দুই দিনের রিমান্ডে

পুলিশ কর্মকর্তা কাফি ফের দুই দিনের রিমান্ডে

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন এ আদেশ দেন।

গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে আজ রিমান্ডে নেওয়ার অনুমতি দিলেন আদালত।

মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়। এ মামলার ৪ নং এজাহারনামীয় আসামি হলেন কাফি। 

এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর সাভারের একটি হত্যা মামলায় ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিনের আদালত তার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া গত ৪ সেপ্টেম্বর হাজারীবাগ থানার অপহরণ মামলায় কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম