Logo
Logo
×

জাতীয়

একদিন ছুটি নিলেই মিলবে ৪ দিনের ছুটি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

একদিন ছুটি নিলেই মিলবে ৪ দিনের ছুটি

একদিনের ছুটির ব্যবস্থা করতে পারলেই চলতি সেপ্টেম্বরে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৬ সেপ্টেম্বর দেশে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। সেজন্য ১৬ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকছে।  

তার আগেই ১৩ ও ১৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার পড়ছে। মাঝে ১৫ সেপ্টেম্বর রোববার একদিন ছুটি নিতে পারলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ থাকছে।

এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

ঈদে মিলাদুন্নবী (সা.) সরকারি চাকরিজীবী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম