Logo
Logo
×

জাতীয়

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নামকরণ: আইন প্রণয়নে উপদেষ্টা কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নামকরণ: আইন প্রণয়নে উপদেষ্টা কমিটি

সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণে আইনি কাঠামো প্রণয়ন করতে একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

কমিটির কার্যপরিধি

১. সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন।

২. কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

৩. কমিটির সভা প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে।

৪. মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম