Logo
Logo
×

জাতীয়

পদত্যাগ করলেন ইউজিসি সদস্য হাসিনা খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৫ পিএম

পদত্যাগ করলেন ইউজিসি সদস্য হাসিনা খান

এবার পদত্যাগ করলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. হাসিনা খান। 

২০২৩ সালের ৫ সেপ্টেম্বর চার বছরের জন্য ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। সরকারের পট পরিবর্তনের পর এক বছরের মধ্যে তিনি পদত্যাগ করলেন।

দলীয় বিবেচনায় এসব সদস্যদের নিয়োগ দেওয়া হয়। পূর্ণকালীন সদস্য  রয়েছে মোট ৫ জন। তবে আরও চারজন সদস্য রয়েছে যাদের বিরুদ্ধে রয়েছে দুর্নীতিসহ নানা অভিযোগ। এখনো তারা বহাল তবিয়তে রয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন ভাবে নিজের ভোল পাল্টানোর চেষ্টা করছেন।

তাদের পদত্যাগের দাবিতে ইউজিসিতে প্রায় প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ মানববন্ধন করছে। প্রতিষ্ঠানটিতে একধরনের অস্থিরতা বিরাজ করছে। 

সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয় বরাবর এ পদত্যাগপত্র পাঠালেও বিষটি বুধবার সামনে এসেছে।

ইউজিসির এক কর্মকর্তা জানান, পদত্যাগে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। 

ড. হাসিনা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। স্বাধীনতা পদকপ্রাপ্ত এ বিজ্ঞানী ইলিশের জিন রহস্য ও পাটের জিন বিন্যাস আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম