
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ এএম
সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম

আরও পড়ুন
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার দিবাগত রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (অতিরিক্ত কমিশনার) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।