Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ চালুর অনুরোধ ধর্ম উপদেষ্টার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ চালুর অনুরোধ ধর্ম উপদেষ্টার

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে তার অফিসে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। করাচি, লাহোর, মুলতান এবং পেশোয়ারসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্কলারশিপ চালু করা হলে শিক্ষার্থীরা উপকৃত হবে। এতে দুই দেশের সম্পর্ক আরো সংহত হবে। তার এ অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছেন পাকিস্তানি হাইকমিশনার।

এ সময় পাকিস্তানের হাইকমিশনার ঢাকা থেকে করাচি বা লাহোরে সরাসরি বিমান ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব মো. নায়েব আলী মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম