Logo
Logo
×

জাতীয়

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম

মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি হবে

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন আপিল বিভাগ।

‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ করা অভিযোগটি পুনরায় শুনানির (রি-স্টোর) আবেদন করলে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ তা মঞ্জুর করেন। 

আদালত অবমাননার অভিযোগের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। 

গত ৪ জুন সাবেক এক প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আবেদন জানানো হয়। একইসঙ্গে আবেদনটিতে অবমাননামূলক বক্তব্যের কারণে মেয়র তাপসকে আদালতে তলব করার নির্দেশনা চাওয়া হয়। 

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আহমদ বাদল এ আবেদন জানান।

তবে আবেদনটির শুনানির জন্য আপিল বিভাগে প্রেরণ করেন চেম্বার জজ বিচারপতি।

গত ২৪ মে ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’- ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের এ বক্তব্য আপিল বিভাগের নজরে আনেন সংবিধানের অন্যতম প্রণেতা ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এ সময় তার সঙ্গে বিএনিপিপন্থি সব শীর্ষ আইনজীবীরা উপস্থিত ছিলেন। 

সেদিন এ প্রসঙ্গে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের একাংশ আপিল বিভাগে পড়ে শোনান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম