আসছে মার্কিন প্রতিনিধি দল, থাকছেন ডোনাল্ড লু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম
চলতি মাসেই ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও থাকছেন। দিনক্ষণ ঠিক না হলেও মাসের মাঝামাঝি সময় আসতে পারেন তারা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে মার্কিন সরকারের প্রথম কোনো প্রতিনিধি দলের ঢাকা সফর।
এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির রাজস্ব ও অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। সফরকালে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা ছাড়াও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
সবশেষ, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর গত মে মাসে মার্কিন একটি প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা সফর করেছিলেন ডোনাল্ড লু।