Logo
Logo
×

জাতীয়

শিক্ষার্থী খালিদ হত্যায় হাজি সেলিমকে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পিএম

শিক্ষার্থী খালিদ হত্যায় হাজি সেলিমকে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

বৈষম্য বিরোধী আন্দোলনে একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

রাজধানীর লালবাগে গত ১৮ জুলাই নিহত হন খালিদ। এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে হাজি সেলিমকে।

আদালতে কর্মরত একজন উপপরিদর্শক বলেন, সোমবার বিকালের মধ্যে হাজি সেলিমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হবে। পরে আদালত রিমান্ডের আবেদনের বিষয়ে শুনানি করবেন।

হত্যা মামলার এজাহারনামীয় আসামি হাজি সেলিমকে গতকাল রাতে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গত ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে লালবাগ থানায় মামলাটি করেন খালিদের বাবা কামরুল হাসান।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম