Logo
Logo
×

জাতীয়

থানায় জমা না দিলে অস্ত্র গোলাবারুদ অবৈধ গণ্য হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

থানায় জমা না দিলে অস্ত্র গোলাবারুদ অবৈধ গণ্য হবে

প্রতীকী ছবি

যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এর লাইসেন্স স্থগিত করা হয়েছে, তা আগামী মঙ্গলবারের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। অন্যথায় তা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

রোববার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে ২৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে বেসামরিক ব্যক্তিদের দেওয়া সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়, অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম