
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৩ এএম
সময় টিভি নিয়ে আবেদন নিষ্পত্তি করলেন আপিল বিভাগ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

আরও পড়ুন
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচারে চলে আসায় এই টিভি সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ।
আবেদনটি অকার্যকর হয়ে যাওয়ায় রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার সাকিব মাহবুব।
সময় মিডিয়া লিমিটেডের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আইনজীবীরা জানান, সময় টিভি এরইমধ্যে সম্প্রচারে চলে এসেছে। এ কারণে আবেদনের কোনো কার্যকারিতা নেই। এ কারণে আদালত নিষ্পত্তি করে দিয়েছেন।
গত ২১ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত।
আইনজীবীরা বলেন, সময় টিভি এক সপ্তাহ বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন চেম্বার আদালত তা স্থগিত করেননি।
গত ২০ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের এ আবেদন করেন।