Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনার সঙ্গে ছবি নিয়ে যা বললেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৫:২৪ পিএম

শেখ হাসিনার সঙ্গে ছবি নিয়ে যা বললেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস

মসজিদে নববীর ইমামের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে দোভাষী ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবির খণ্ডিত অংশ ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খান।  

শনিবার গণমাধ্যমে প্রেরিত প্রতিবাদলিপিতে তিনি বলেন, সম্প্রতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের দায়িত্ব নিয়ে আমার নাম ও একটি খণ্ডিত ছবি ব্যবহার করে কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রচার হয়েছে তা সঠিক নয়।  তাছাড়া নিউজে ব্যবহৃত ছবিটিও আলোচ্য বিষয়ের নয়।

ড. মাওলানা ওয়ালীয়ুর রহমান খান বলেন, বাস্তবতা হলো গত বছর জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ উপলক্ষ্যে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান বাংলাদেশ সফর করেন। তার ওই সফরে আমাকে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দোভাষী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। 

জাতীয় ইমাম সম্মেলনে মসজিদে নববীর ইমামের বক্তব্য আমি উপস্থিত দর্শকদের জন্য অনুবাদ করে শোনাই। ওই সফরে মসজিদে নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানেও আমি দোভাষী হিসেবে ছিলাম। মূলত ওই ছবিটি ব্যবহার করে এখন উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। 

এ ছবিটি থেকে মসজিদে নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজানের অংশ কেটে ফেলা হয়।

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, মসজিদে নববীর ইমামের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের ছবিটির একাংশ কেটে এটিকে আমার সঙ্গে শেখ হাসিনার বৈঠক বলে সোশ্যাল মিডিয়াসহ সব জায়গায় ছড়ানো হয়েছে।  অথচ বাস্তবতা এমন ছিলো না।  ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হিসেবে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে দোয়া পরিচালনা ও দোভাষী হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এগুলো আমার অফিসিয়াল কর্তব্য হিসেবেই পালন করতে হয়েছে। সুতরাং এখন নতুন করে এসব নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম