Logo
Logo
×

জাতীয়

ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের খবর গুজব: জ্বালানি মন্ত্রণালয়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৩:১৪ পিএম

ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের খবর গুজব: জ্বালানি মন্ত্রণালয়

ছবি সংগৃহীত

গত ২৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতের কাছে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এটি স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ২৯ আগস্ট এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। 

একইসঙ্গে জানানো হয়েছে, বাংলাদেশ কখনোই পাইপলাইনের মাধ্যমে ভারতের কাছে গ্যাস রফতানি করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রফতানি হয় না।  বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়।

তবে ভারতে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রফতানি করা হলেও সেটির সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরা ভিডিওটি দুই বছর পুরোনো এবং এটির সাথে ভারতে গ্যাস রপ্তানির কোনো সম্পর্ক নেই।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম