কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরের জাকির হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক এমপি সাদেক খানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ।
এদিন সকাল ৭টায় আসামিদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
এর আগে কড়া নিরাপত্তায় সাদেক ও জিয়াউলকে আদালত চত্বরে আনা হয় হয় বলে জানান পুলিশ কর্মকর্তা (প্রসিকিউশন) পরিদর্শক আসাদুজ্জামান।
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১৫ আগস্ট রাতে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া নজরদারি টেলকম সংস্থা এনটিএমসির আলোচিত প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়।
পরদিন কোটা সংস্কার আন্দোলনে হকার শাহজাহান হত্যা মামলায় জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।
এরপর ২৪ আগস্ট ঢাকার সিএমএম আদালতে চাকরিচ্যুত এই সেনা কর্মকর্তাকে হাজির করা হয়। এরপর দুই কলেজছাত্র হত্যার পৃথক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই দুই মামলায় জিয়াউলকে পাঁচ দিন করে মোট ১০ দিন রিমান্ডে পেয়েছিল পুলিশ।