Logo
Logo
×

জাতীয়

দায়িত্ব নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন ঢাবির নতুন ভিসি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৯:৫২ পিএম

দায়িত্ব নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন ঢাবির নতুন ভিসি

নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব নিয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তবে সবাইকে শুভেচ্ছা বার্তার জন্য ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে না পেরে ক্ষমা চেয়েছেন তিনি।

বুধবার (২৮ আগস্ট) রাত ৯টার কিছু সময় পর নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ঢাবির নতুন উপাচার্য নিয়াজ আহমেদ খান লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাওয়াতে যে বিপুল সংখ্যক বন্ধু, ছাত্র, শুভাকাঙ্ক্ষী, ও অগ্রজ আমার উদ্দেশে লিখেছেন, টেলিফোন এবং অন্যান্য মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার উচিত ছিলো সবাইকে ব্যক্তিগতভাবে জবাব দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করা, কিন্তু সময়ের অভাবে সেটি করতে না পারার জন্য ক্ষমাপ্রার্থী’।

ঢামেকসহ পাঁচ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন জানিয়ে অধ্যাপক নিয়াজ যোগ করেন, ‘এ দায়িত্ব একটি গুরুভার; আপনাদের সবার শুভকামনা ও সহযোগিতা কামনা করি এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করি।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ আগস্ট) নিয়াজ আহমেদ খানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তিনি এর আগে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)-এর উপ-উপচার্য ও ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপনা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম