Logo
Logo
×

জাতীয়

ঢামেকসহ পাঁচ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম

ঢামেকসহ পাঁচ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ

ঢাকা মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ সহ পাঁচটি মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পারসোনেল-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব দুর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে সংযুক্ত থোরাসিক সার্জারির অধ্যাপক ডা. মোঃ কামরুল আলমকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিনের অধ্যাপক ডা. মোহাম্মদ জসিন উদ্দিনকে একই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কুমিল্লা মেডিকেলের ইএনটির অধ্যাপক ডা. মোঃ মাজহারুল শাহীনকে স্যার সলিমুল্লাহ মেডিকেলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বরিশালের শের-ই-বাংলা মেডিকেলের এন্ডোক্রাইনোলজির অধ্যাপক ডা. মোঃ আজিজুল হককে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের অধ্যক্ষ ও রাজশাহী মেডিকেলের মাইক্রোবায়োলজির অধ্যাপক ডা. খন্দকার মোঃ ফয়সল আলমকে একই কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম