Logo
Logo
×

জাতীয়

পিএসসির বিশেষ সভা আজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০২:৫৬ পিএম

পিএসসির বিশেষ সভা আজ

বিসিএসের ৪১ ও ৪৩তম নন–ক্যাডের বিষয়ে নিয়োগ পদ্ধতি বদলাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে আন্দোলন করেছেন চাকরিপ্রত্যাশীরা। আন্দোলনের মুখে পিএসসি থেকে আজ বুধবার সভা ডাকা হয়েছে। সভা শেষে আন্দোলনকারীদের বার্তা জানিয়ে দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

পিএসসির কর্মকর্তারা বলেন, আন্দোনকারীদের থেকে অনেক দাবি এসেছে। সেগুলো আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করব। তাই এর আগে আজ বুধবার পিএসসি একটি বিশেষ সভা ডেকেছে।

চাকরিপ্রার্থীরা একটি গণমাধ্যমকে বলেন, আগের নিয়মে নন-ক্যাডার নিয়োগে কোনো সমস্যা হয়নি। আগের বছরগুলোয় নিয়োগে পিএসসি যে নিয়ম অনুসরণ করেছে, তাতে পিএসসি বেকারবান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই নিয়ম থেকে সরে এসে পিএসসি তরুণদের বেকারত্ব বাড়ানোর মতো কাজ করছে। সে জন্য ৪৪তম বিসিএস পর্যন্ত আগের নিয়মে নন-ক্যাডার নিয়োগের পদ্ধতি বহাল চান তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নতুন বিসিএসের বিজ্ঞপ্তিতে ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যাও উল্লেখ থাকবে। এ পদ্ধতি বাতিল চান আন্দোলনকারীরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম