পাঁচ উপদেষ্টার সঙ্গে আনসার সদস্যদের জরুরি বৈঠক
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম
পাঁচ উপদেষ্টা এবং আনসার বাহিনীর দশ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রোববার রাত ৮টায় এ বৈঠক শুরু হয়৷
জানা গেছে, এ বৈঠকে যোগ দিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার। এ ছাড়া অপর এক উপদেষ্টার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি৷
জানা গেছে, আনসার সদস্যদের দাবি নিয়ে এ বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে৷আনসার বাহিনীর দাবি মেনে নিতে সরকারের কিছুটা সময় লাগবে বলেও এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে৷এ ছাড়া জাতীয়করণ করতে আইনি প্রক্রিয়া এবং সংকট নিয়েও আলোচনা হওয়া কথা।