Logo
Logo
×

জাতীয়

বন্যার্তদের একদিনের বেতন দিলেন যমুনা গ্রুপের কর্মীরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ১১:৪৫ এএম

বন্যার্তদের একদিনের বেতন দিলেন যমুনা গ্রুপের কর্মীরা

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১টি জেলা। এসব এলাকার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন যমুনা গ্রুপের সব প্রতিষ্ঠানের কর্মীরা। বন্যার্তদের সহায়তায় নিজেদের এক দিনের বেতনের টাকা দেওয়ার কথা জানিয়েছেন তারা।

শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যায় বিপর্যন্ত অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ানোর জন্য যমুনা গ্রুপের সব প্রতিষ্ঠানের কর্মীদের একদিনের বেতন প্রদান করে মানবিক সহায়তায় শরীক হওয়ার জন্য কর্তৃপক্ষ আহ্বান করেছেন।

আরও বলা হয়, বন্যা দুর্গত এলাকায় সাহায্য প্রদানের লক্ষ্যে এই সহায়তা ফান্ডের জন্য সব কর্মকর্তা, কর্মচারীর জুলাই-২৪ মাসের বেতন থেকে এক দিনের বেতন কর্তন করে উক্ত ফান্ডে প্রদান করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম