Logo
Logo
×

জাতীয়

সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন

রোববারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৯:১৪ পিএম

রোববারের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা 

রোববারের মধ্যে ন্যায্য দাবি পূরণে সরকারের পক্ষ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি না পেলে কঠোর কর্মসূচি দেবে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন।

সংগঠনের আহবায়ক মোঃ আব্দুল খালেক শনিবার যুগান্তরকে বলেন, আমরা সরকারের কাছে কিছু ন্যায়সঙ্গত ও ন্যায্য দাবির কথা জানিয়েছি। যদি রোববারের মধ্যে কোনো আশ্বাস না পায় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

উল্লেখযোগ্য দাবিসমূহের মধ্যে রয়েছে- নিয়োগ বিধি-২০১৪ মোতাবেক পদোন্নতি বঞ্চিত সহকারী সচিবদের ৫ বছর চাকরিপূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে চাকরির বয়স ৩ বছর পূর্তিতে উপসচিব পদোন্নতি দিতে হবে। এসব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠতা নির্ধারণ এবং পূর্বের ন্যায় নন-ক্যাডার থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির বিষয়টি পুনর্বহাল করা। এছাড়া এওপিও পদের নাম পরিবর্তনসহ ইতোমধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য পেশকৃত দাবি-দাওয়া পূরণ করার কথা বলা হয়। 

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার সচিবালয়ে সংগঠনের নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাজমুল হক, নজরুল ইসলাম, মোঃ শহিদুল্লাহ, শিশির কুমার পাল, আব্দুল মান্নান, হেমায়েত হোসেন, সেলিনা সুলতানা, সুলতান আহমেদ, জাহেদা খাতুন, রফিকুল ইসলাম, কামাল হোসেন, মোঃ ফারুক ও মোঃ কবীর প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম