আকস্মিক বন্যা মোকাবিলা নিয়ে যা বললেন দুর্যোগ উপদেষ্টা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৪:৪১ পিএম
দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগে থেকে আমাদের কাছে এ বন্যার পূর্বাভাস ছিল না। উজান থেকে হঠাৎ করেই ঢল নামে। তবে ভারত পানি ছেড়ে দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সরকারের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা ফারুক-ই-আজম।
আজ ভারতের হাইকমিশনার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন এবং সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, বন্যাটা আকস্মিকভাবেই হয়েছে বলে এখন পর্যন্ত ধারণা করছি। ভারত বাঁধ খুলে দিয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হচ্ছে। এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।
দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনীসহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে কাজ করতে হবে- এমন সিদ্ধান্তই হয়েছে।