
প্রিন্ট: ২২ এপ্রিল ২০২৫, ০১:০৪ পিএম
‘হাতে হাত রেখে বন্যা মোকাবেলা করব,ইনশাআল্লাহ’

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ১১:১০ পিএম

আরও পড়ুন
ভয়াবহ বন্যার কারণে সিলেটের অধিকাংশ এলাকা, ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখ লাখ মানুষ বিপাকে। খাবার ও পানির সংকটে পড়েছেন তারা। এসব এলাকার মানুষের সাহায্যার্থে অনেকে এগিয়ে আসছেন।
বন্যাকবলিত মানুষের করুণ অবস্থা দেখে হতাশ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি সবাইকে হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহবান জানিয়েছেন।
বুধবার এক ফেসবুক পোস্টে আসিফ আকবর লিখেছেন- ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করব। ইনশাআল্লাহ।’
আসিফের পোস্টের মন্তব্যের বক্সে মাহমুদ হাসান নামে এক অনুরাগী লিখেছেন, ‘আল্লাহ তাআলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে হেফাজত করুন। আমাদের উচিত যেসব ভাইদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে তাদের সাহায্য করা। তাদের খোঁজখবর নেওয়া ও খাবারদাবার পৌঁছে দেওয়া।’
মাদিহা তিশা নামে আরেকজন অনুরাগী লেখেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সারা দেশের প্রতিটি মহল্লা থেকে টিম গঠন করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’