Logo
Logo
×

জাতীয়

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যে আশ্বাস দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:৫২ পিএম

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে যে আশ্বাস দিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ

ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার এক চিঠিতে ম্যাক্রোঁ ড. মুহাম্মদ ইউনূসকে এ অভিনন্দন জানান। 

চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। 

যেহেতু বাংলাদেশ এখন ক্রান্তিকালে প্রবেশ করছে, আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করা। আপনি এরই মধ্যে এ বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই। 

আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনুগ্রহ করে জেনে রাখুন, আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি, দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যৌথ কাজ মানবাধিকার ও সংখ্যালঘুদের সম্মান, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলো হতে পারে। 

ফ্রান্স বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ বলেও ওই চিঠিতে জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম