Logo
Logo
×

জাতীয়

পিআইবির জাফরসহ ৫ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:০৪ পিএম

পিআইবির জাফরসহ ৫ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

জাফর ওয়াজেদ। ফাইল ছবি

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এদের মধ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান, পরিচালক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের একজন সদস্য রয়েছেন। 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে বিআইবির ডিজি জাফর ওয়াজেদ, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের সদস্য মো. রবিউল হোসাইনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম