Logo
Logo
×

জাতীয়

সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন ৫ সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১০:৫৩ পিএম

সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন ৫ সচিব

শনিবার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পাঁচ সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব ড. নাসিমুল গনি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব এমএ আকমল হোসেন আজাদ, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব মো. এহছানুল হক এবং জননিরাপত্তা বিভাগের ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে।

পৃথক আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম