Logo
Logo
×

জাতীয়

চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে আদানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৬:১১ পিএম

চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে আদানি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে এক ইউনিটের মাধ্যমে সর্বোচ্চ বিদ্যুৎ দিয়ে যাচ্ছে আদানি পাওয়ার। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) সর্বোচ্চ ৭৬৯.৭৬ মেগাওয়াট ও গতকাল গড়ে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে আদানি। পিডিবির চাহিদামতো আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানায় এই ভারতীয় কোম্পানি।

কারিগরি ত্রুটির কারণে গত ১৩ আগস্ট আদানির এক ইউনিট বন্ধ হয়ে যায়। এরপর থেকে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কোম্পানিটি।

আদানি অপ্রত্যাশিত এমন কারিগরি ত্রুটির জন্য দুখঃপ্রকাশ করছে। আদানির মতো যেকোনো দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাওয়ার প্লান্ট চালানোর ক্ষেত্রে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।

এদিকে সম্প্রতি ভারতে জ্বালানী আইনের সংশোধন দুই দেশের মধ্যে বিদ্যুৎ সরবরাহে চুক্তিতে কোন প্রভাব ফেলবে না। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে আদানি প্রতিশ্রুতিবদ্ধ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম