শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:৩৮ পিএম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক আসতে থাকা অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলছেন তিনি।
সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই, যদি সেখান থেকে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়) কোনো অনুরোধ আসে, তবে আমাদের তার (বাংলাদেশে) প্রত্যাবর্তনের জন্য চাইতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে, তাহলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমি মনে করি ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।
এছাড়াও ভারত থেকে যে ধরনের বিবৃতি আসছে তা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুবই অসন্তুষ্ট বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। তিনি সেটা ভারতীয় হাই কমিশনারকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রশাসন ও সরকারের শীর্ষ পদগুলোতে রদবদল নিয়ে কী হচ্ছে?