Logo
Logo
×

জাতীয়

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেলেন লামিয়া মোরশেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪২ পিএম

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেলেন লামিয়া মোরশেদ

লামিয়া মোরশেদ। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে লামিয়া মোরশেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সমন্বয়কের দায়িত্বে ছিলেন আখতার হোসেন। তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়ায় শুন্য হয়ে যায় মুখ্য সমন্বয়কের পদ। সেখানে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে: আইন উপদেষ্টা

লামিয়া মোরশেদকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগের ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন লামিয়া মোরশেদ। মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধা পাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম