Logo
Logo
×

জাতীয়

১৫ আগস্ট নিহতদের জন্য দোয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মেনে কাজ করার নির্দেশ বিআইডব্লিউটিএর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৯:৫৪ পিএম

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা মেনে কাজ করার নির্দেশ বিআইডব্লিউটিএর

নবগঠিত অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তাদেরকে সম্প্রতি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন থেকে শিক্ষা নিতেও বলা হয়েছে। একইসঙ্গে সংস্থাটির সম্পত্তি ও ঘাট দখল যাতে না হয় সেজন্য সকলকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। 

বিআইডব্লিউটিএর মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত ‘সার্বিক কর্মকাণ্ডের বিষয়ে দিকনির্দেশনামূলক সভা’য় এ নির্দেশনা দেওয়া হয়। সংস্থাটির চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সেলিম ফকির ও সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ জামান এসব নির্দেশনা দেন। বৈঠকসূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপটে অনেকটা আকস্মিকভাবে ওই সভা আয়োজন করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। সভায় সংস্থাটির তিনজন সদস্যের মধ্যে দুজন ও চেয়ারম্যান কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন। চুক্তিভিত্তিক নিয়োগে থাকা আরেক সদস্য মো. রফিউল হাসাইন এ বৈঠকে অংশ নেননি। 

ওই সভায় চেয়ারম্যানের বক্তব্য দেওয়ার পর বন্দর বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দিন এ সভায় কুরআন তিলাওয়াত ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নিরবতা পালন করা হয়নি জানিয়ে বক্তব্য দেন। 

বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও সংস্থাটির উপ-পরিচালক (প্রশাসন) মো. সিরাজুল ইসলাম ভূইয়া শহিদদের জন্য দোয়া পড়ানোর জন্য উচ্চস্বরে দাবি জানান। তাদের দাবির প্রেক্ষিতে দোয়া-মোনাজাত করেন সংস্থাটির কর্মকর্তা আব্বাস উদ্দীন। দোয়া মোনাজাতে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৫ আগস্টে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কমনা করেন তিনি। এর আগে বৈষম্যহীন ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদদের প্রতি ১ মিনিট নিরবতা পালন করা হয়। এদিকে ১৫ আগস্ট শহিদদের রুহের মাগফেরাত কামনা করার বিষয়টি নিয়ে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ওই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন হয়ে আসছে। অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করেছে। 

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা যুগান্তরকে বলেন, মোনাজাতে ১৫ আগস্ট শহিদদের রুহের মাগফেরাত কামনার কথাটি আমি নিজ কানে শুনিনি। অন্য কর্মকর্তারা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমার মনে হয়, তিনি ভুলক্রমে ওই দোয়া করেছেন। দীর্ঘদিনের অভ্যাস থেকে হয়তো এমন দোয়া করতে পারেন। বিষয়টি ইচ্ছাকৃত নয়।

সূত্র জানায়, বৈঠকে কর্মকর্তা-কর্মচারীদের সাত দফা নির্দেশনা দেওয়া হয়। সেগুলো হচ্ছে- নবগঠিত সরকারের নির্দেশনা অনুযায়ী বিআইডব্লিউটিএ’র উপর অর্পিত দায়িত্ব পালন করা; অতীত থেকে শিক্ষা নিয়ে বৈষম্য তৈরির অপচেষ্টা রোধ করা; সামাজিক মাধ্যমে পোস্ট বা শেয়ারের ক্ষেত্রে সচেতন হওয়া; প্রধান দপ্তরে বা মাঠ পর্যায়ে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা; ঘাট পরিচালনায় বন্দর কর্মকর্তাগণকে বিশেষ দৃষ্টি রাখা এবং স্বচ্ছ ও সুন্দরভাবে ঘাট পরিচালনার জন্য সাইনবোর্ড এবং সরকারি শুল্ক চার্ট স্থাপন করা; শুল্ক আদায়ে নিযুক্ত কর্মচারীদের নির্দিষ্ট পোশাক পরিধান ও পরিচয়পত্র প্রকাশ্যে রাখা এবং নিয়ম-শৃঙ্খলার ব্যত্যয় ঘটালে সংশ্লিষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 

বক্তব্যে কমডোর আরিফ আহমেদ মোস্তফা কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, সবাইকে সংযত ও স্বচ্ছতার সঙ্গে নিয়ম মেনে কাজ করতে হবে। প্রশাসনিক কারণে কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হচ্ছে, যা রুটিন কাজ। এ নিয়ে কারো দুঃশ্চিন্তার কিছু নেই। ঘাট-পয়েন্ট দখল হলে নিকটস্থ সেনাবাহিনীকে জানাতে হবে। 

সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মোঃ সেলিম ফকির বলেন, নিয়ম মেনে চললে কেউ বিপদে পড়বেন না। বর্তমানে দলীয় সরকার ক্ষমতায় নেই। পারিপার্শ্বিক পরিবেশ ভালো। তাই যেসব ঘাট নিয়ে মামলা চলমান রয়েছে, সেগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারলে বিআইডব্লিউটিএ জয়ী হবে। সদস্য (প্রকৌশল) মোহাম্মদ মনোয়ার উজ জামান, বিআইডব্লিউটিএতে যেন বৈষম্য ও বঞ্চনা না থাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম