ধর্ম মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৫:৫২ পিএম
কোটা আন্দোলনের নামে ‘সহিংসতা ও অগ্নিসংযোগে’ ক্ষয়ক্ষতির পরিমাণের তথ্য জানতে চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ১২ আগস্টের ওই পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করা হয়। এ কারণে স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে সোমবার খান শাহানুর আলমের সইয়ে জারি করা একটি চিঠি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চিঠির বিষয় ছিল, গত ১৬ থেকে ২১ জুলাই কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ তথ্য সরবরাহ প্রসঙ্গে।
ওই ছয় দিনের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তথ্য দিতে ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থায় চিঠি দেন খান শাহানুর আলম। চিঠিতে বলা হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ ও মূল্য–সম্পর্কিত তথ্য নির্ধারিত ছকে আগামী ১৪ আগস্টের মধ্যে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে পাঠাতে হবে।
ওই চিঠি জারির পর দুই ঘণ্টার মধ্যে তা বাতিল করে ধর্ম মন্ত্রণালয়। তাতে বলা হয়, ‘ভুলক্রমে’ ওই চিঠি জারি করা হয়।