Logo
Logo
×

জাতীয়

বিএনপির মুখপত্র দিনকাল খুলে দেওয়া হলো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম

বিএনপির মুখপত্র দিনকাল খুলে দেওয়া হলো

বিএনপির একমাত্র সংবাদপত্র দৈনিক দিনকালের প্রকাশনার অনুমতি দেওয়া হয়েছে। 

রোববার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের প্রকাশনা ও ছাপাখানার এক অফিসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শিমুল বিশ্বাসের আবেদন বিবেচনায় ২০২২ সালের ২৬ ডিসেম্বর বাতিলাদেশ স্থগিত করে পত্রিকাটি স্থায়ীভাবে প্রকাশের অনুমতি দেওয়া হলো। 

দিনকালের প্রকাশক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০২২ সালের ২৬ ডিসেম্বর ‘প্রকাশক কাউকে দায়িত্ব না দিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করায়’ পত্রিকাটির প্রকাশনা বাতিলের আদেশ জারি করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট। পরে পত্রিকাটির কর্তৃপক্ষ ওই বছরের ২৯ ডিসেম্বর এ আদেশের বিরুদ্ধে আপিল করে। একই সঙ্গে তারা প্রকাশনাও চালিয়ে যায়।

২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি, বাংলাদেশ প্রেস কাউন্সিল দৈনিক দিনকালের প্রকাশনা বন্ধের বিরুদ্ধে করা আপিলটি বাতিল করে দেয়। সেদিনই অনলাইনে পত্রিকাটির সবশেষ সংস্করণ বের হয়। এর পর থেকে আর সেখানে নতুন কোনো খবর প্রকাশিত হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর ৫ দিন পর দৈনিক দিনকাল খুলে দেওয়া হলো। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম